Indian Rupee | এই প্রথম ১ ডলারের মূল্য পেরোল ৮৫ টাকা! ইতিহাসে সর্বনিম্ন দরে পৌঁছে গেলে টাকার মূল্য
Thursday, December 19 2024, 11:26 am

এই প্রথম এক ডলারের মূল্য পেরোল ৮৫ টাকা! ডলারের তুলনায় ইতিহাসে সর্বনিম্ন দরে পৌঁছে গেলে টাকার মূল্য।
ফের রক্তাক্ত ভারতের শেয়ার বাজার। এই প্রথম এক ডলারের মূল্য পেরোল ৮৫ টাকা! ডলারের তুলনায় ইতিহাসে সর্বনিম্ন দরে পৌঁছে গেলে টাকার মূল্য। বুধবার বাজার বন্ধের সময় ডলারের মূল্য ছিল ৮৪ টাকা ৯৬ পয়সা। এদিন বাজার খুলতেই সেটা পৌঁছে যায় ৮৫ টাকা ৪ পয়সায়। পরে তা আরও বেড়ে ৮৫ টাকা ৬ পয়সায় দাঁড়ায়। যা ইতিহাসে সর্বোচ্চ। এদিন শেয়ার বাজারেও নেমেছে ধস। দিনের শুরুতেই সেনসেক্স প্রায় ১১৬২ পয়েন্ট কমে যায়। ফলে ৮০ হাজারেরও নিচে চলে যায় সূচক। একইভাবে নিফটি খাতা খোলে ২৩,৮৭৭.১৫ পয়েন্টে।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- ডলার
- শেয়ার বাজার