Claudia Sheinbaum | প্রথমবার মহিলা প্রেসিডেন্ট পেল মেক্সিকো! প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শেনবাউম!
Tuesday, June 4 2024, 8:32 am
Key Highlights
প্রথমবারের মতো মহিলা প্রেসিডেন্ট পেল মেক্সিকো। উত্তর আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শেনবাউম।
প্রথমবারের মতো মহিলা প্রেসিডেন্ট পেল মেক্সিকো। উত্তর আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শেনবাউম। ভোটের ফলাফলে দেখা গিয়েছে, নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন মরেনা পার্টির প্রার্থী ক্লডিয়া শেনবাউম। নির্বাচনে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী জোসিটল গালভেচুভ গালভেজের থেকে ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। ক্লডিয়া শেনবাউম পেশাগতভাবে একজন বিজ্ঞানী, যিনি ২০১৮-২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- মেক্সিকো
- রাষ্ট্রপতি