Indian Army | ভারতের সেনার ইতিহাসে প্রথমবার ! সেনায় দুই শীর্ষপদে দুই সহপাঠী!

Sunday, June 30 2024, 9:45 am
Indian Army | ভারতের সেনার ইতিহাসে প্রথমবার ! সেনায় দুই শীর্ষপদে দুই সহপাঠী!
highlightKey Highlights

ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য সেনায় দুই শীর্ষপদে বসছেন একই স্কুলে একই ক্লাসের দুই সহপাঠী।


ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য সেনায় দুই শীর্ষপদে বসছেন একই স্কুলে একই ক্লাসের দুই সহপাঠী।দেশের ৩০ তম সেনা প্রধানের পদে যোগ দিয়েছেন লেফ্টন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এদিকে, ভারতীয় নৌসেনার প্রধান পদে বসছেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। এই দুই শীর্ষপদে বসছেন একই স্কুলে একই ক্লাসের দুই সহপাঠী। এদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এক্স পোস্টে লেখেন, ‘ভারতীয় মিলিটারিতে প্রথমবার, নৌসেনা ও সেনার প্রধান একই স্কুলের সহপাঠী। এই দুই ছাত্র লালনের বিরল সম্মান পেয়েছে মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুল'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File