IRS । ভারতের সিভিল সার্ভিসেস ইতিহাসে প্রথম! IRS অফিসারের লিঙ্গ ও নাম পরিবর্তনে সায় দিলো সরকার!

Wednesday, July 10 2024, 6:32 am
highlightKey Highlights

ভারতের সিভিল সার্ভিসেস ইতিহাসে সম্ভবত প্রথমবার এক IRS অফিসারের লিঙ্গ এবং নাম পরিবর্তনের আর্জি মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার।


ভারতের সিভিল সার্ভিসেস ইতিহাসে সম্ভবত প্রথমবার এক IRS অফিসারের লিঙ্গ এবং নাম পরিবর্তনের আর্জি মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, তেলাঙ্গানার হায়দরাবাদে সেন্ট্রাল এক্সাইজ কাস্টমস এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপ্লিলেট ট্রাইবুনালের চিফ কমিশনারের অফিসে জয়েন্ট কমিশনার হিসেবে কর্মরত আছেন ওই IRS অফিসার। তিনি নিজের লিঙ্গ এবং নাম পালটানোর আর্জি জানান। আর মঙ্গলবার সেই আর্জি মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। মিস এম অনুসূয়ার নাম পালটে হচ্ছে মিস্টার এম অনুকাঠির সূর্য। 
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File