দেশ

Rashtrapati Bhavan | ভারতের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি ভবনে হবে বিয়ে, বিয়ে দেবেন খোদ রাষ্ট্রপতি!

Rashtrapati Bhavan | ভারতের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি ভবনে হবে বিয়ে, বিয়ে দেবেন খোদ রাষ্ট্রপতি!
Key Highlights

রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন! ভারতের ইতিহাসেও প্রথমবার, সরকারি আধিকারিকের বিয়ে তাও আবার রাষ্ট্রপতি ভবনে।

ভারতে প্রথমবার রাষ্ট্রপতিভবনে বসবে বিয়ের আসর। উপস্থিত থাকবে স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাত্রী মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার পুণম গুপ্ত। বর্তমানে রাষ্ট্রপতি ভবনেই পিএসও হিসাবে কর্মরত রয়েছেন পুণম। পাত্রও সরকারের কাজে নিয়োজিত। নাম অবনীশ কুমার, জম্মু কাশ্মীরের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত রয়েছেন তিনি। রাষ্ট্রপতির স্নেহধন্য পুণম। তাই রাষ্ট্রপতির অনুমতিতে আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেজা কমপ্লেক্সে হবে বিবাহ অনুষ্ঠান। পাত্র পাত্রীর পরিবার পরিজন এবং বন্ধুদের নিয়ে নীরবেই সেরে ফেলা হবে বিয়ে।