MUTS | টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না আর! ট্রেনযাত্রীদের জন্যে চালু হলো MUTS!

Saturday, May 3 2025, 6:33 am
highlightKey Highlights

যাত্রীদের সুবিধার্থে বৃহস্পতিবার থেকে আসানসোল স্টেশনে সরকারি ভাবে চালু হলো ‘এমইউটিএস’ (মোবাইল আনরিজ়ার্ভড টিকিটিং সিস্টেম)।


এখন থেকে কাউন্টারে ভিড় থাকলেও ট্রেনের টিকিট কাটতে পারবেন সহজেই। বৃহস্পতিবার থেকে আসানসোল স্টেশনে চালু হলো ‘এমইউটিএস’ অর্থাৎ মোবাইল আনরিজ়ার্ভড টিকিটিং সিস্টেম। এটি একটি যাত্রী বান্ধব টিকিট পরিষেবা। এবার থেকে টিকিট বুকিং কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকবেন একজন টিকিট চেকার। তাঁর কাছে থাকবে একটি যন্ত্র। যাত্রীরা যে স্টেশনে যেতে চান সেখানকার নাম বলে নির্ধারিত মূল্য দিলে মুহূর্তে মিলবে ট্রেনের টিকিট। লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে পারবেন নিত্যযাত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File