BRICS | নয়াদিল্লিতে ফোন করলেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা! আসন্ন BRICS ফোরাম নিয়ে হলো আলোচনা

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দা সিলভা।
শুল্কযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা চাইলে যে কোনও সময়ে তাঁকে ফোন করে শুল্ক কমানোর জন্য দর কষাকষি করতে পারেন। ফোন করলেন লুলা। তবে আমেরিকাকে নয়, বৃহস্পতিবার সন্ধ্যাতেই নয়াদিল্লিতে এল লুলার ফোন। দুই রাষ্ট্রনেতার মধ্যে আসন্ন BRICS ফোরামে ট্রাম্পের শুল্ক চাপের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, পারস্পরিক স্বার্থের বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী মোদী।