SIR | SIR-এর তালিকা খতিয়ে দেখতে স্পেশাল রোল অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের!

Friday, November 28 2025, 5:32 pm
highlightKey Highlights

স্পেশাল রোল অবজারভারের সঙ্গে ১২ জন আইএএস অফিসারের একটি প্রতিনিধি দল থাকবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।


পশ্চিমবঙ্গের SIR-এর যে তালিকা খতিয়ে দেখতে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। আইএএস (রিটায়ার্ড) সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গের স্পেশাল রোল অবজারভার এর দায়িত্বে থাকছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, স্পেশাল রোল অবজারভারের সঙ্গে ১২ জন আইএএস অফিসারের একটি প্রতিনিধি দল থাকবে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এখনও পর্যন্ত রাজ্যে সাড়ে ৬ কোটিরও বেশি এনিউমারেশন ফর্মের ডিজিটাইজ়েশনের কাজ শেষ হয়ে গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File