India vs Pakistan | ভারত-পাক মহারণে কড়াকড়ি, একগুচ্ছ নিরাপত্তা দ্বার পেরিয়ে ঢুকতে হবে স্টেডিয়ামে

যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তার ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে গোটা স্টেডিয়ামে।
এশিয়া কাপ ফাইনালে ভারত পাকিস্তান ম্যাচে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দুবাই পুলিশ। গুরুত্বপূর্ণ নির্দেশিকা: ১. খেলা শুরুর কমপক্ষে তিন ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে হবে। ২. একটি বৈধ টিকিটে কেবল একজনই ঢুকতে পারবেন। কিন্তু পুনরায় প্রবেশের অনুমতি নেই। ৩. নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলতে হবে। স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় টাঙানো থাকবে সাইনবোর্ডে। সেখানে লেখা সব নিয়ম অনুসরণ করতে হবে। ৪. নির্দিষ্ট জায়গাতেই কেবলমাত্র গাড়ি পার্ক করা যাবে। যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে ওঠানামা করা যাবে না।