দেশ

DA | পুজোর মধ্যেই সরকারি কর্মীদের জন্য সুখবর, ৩ শতাংশ ডিএ ঘোষণা করল কেন্দ্র!

DA | পুজোর মধ্যেই সরকারি কর্মীদের জন্য সুখবর, ৩ শতাংশ ডিএ ঘোষণা করল কেন্দ্র!
Key Highlights

চলতি বছরের শুরুতেই ২ শতাংশ ডিএ বেড়েছিল কেন্দ্র সরকারি কর্মচারীদের। ফের ৩ শতাংশ ডিএ ঘোষণা করল কেন্দ্র।

২০২৪ সালের জুলাইয়ে ৩ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। ৫০ থেকে তা বেড়ে হয়েছিল ৫৩ শতাংশ। চলতি বছরের মার্চ মাসে আরও ২ শতাংশ ডিএ বাড়ানো হয়। এবার নবরাত্রির উপহার হিসেবে ৩ শতাংশ ডিএ ঘোষণা করল কেন্দ্র। অর্থাৎ এবার কেন্দ্র সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা মোট ৫৮ শতাংশ ডিএ পেতে চলেছেন। মহানবমী অর্থাৎ বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক ছিল। সেখানেই ডিএ বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই মাস থেকে নতুন ডিএ ব্যবস্থা চালু হবে।