Food Delivery | পুজোয় রাতভর খাবার ডেলিভারি, যখন চাইবেন তখনি মিলবে পছন্দের ডিশ

Sunday, September 28 2025, 2:58 am
highlightKey Highlights

পছন্দের সেরা ডিশ আপনার বাড়িতে পৌঁছে দিতে রাতভর সার্ভিস চালু রাখবে শহরের বেশ কিছু নামকরা রেস্তোরাঁ।


আজ ষষ্ঠী। ষষ্ঠীর শহরে রাতজেগে প্যান্ডেল হপিংয়ের পর খাবেন কোথায়? এই সমস্যার সমাধানে এবার শহরের রেস্তোরাঁগুলো। পুজোর কটা দিন পছন্দের ডিশ আপনার বাড়িতে পৌঁছে দিতে রাতভর ডেলিভারি সার্ভিস চালু রাখবে শহরের বেশ কিছু নামকরা রেস্তোরাঁ। বিরিয়ানি থেকে ডাল ভাত, চা কফি থেকে মিষ্টি, এক ক্লিকেই হাজির হবে আপনার বাড়িতে। পুজো স্পেশাল একাধিক প্যাকেজও এনেছে রেস্তোরাঁগুলো। চালু হয়েছে বুফে লাঞ্চ-ডিনার। গত পুজোয় একটি ডেলিভারি অ্যাপ থেকে ৭৭ লক্ষ গুলাব জামুন অর্ডার হয়েছিল! লিস্টে ছিল চিকেন ও মাটন বিরিয়ানিও!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File