Naihati Murder | নৈহাটী মার্ডারের জের, বদলি হলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার, পদে বসছেন প্রাক্তন সিআইডি অফিসার
Saturday, February 1 2025, 2:25 pm
Key Highlightsবদলি করা হল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন অজয় ঠাকুর।
উত্তপ্ত ব্যারাকপুর। সম্প্রতি নৈহাটিতে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী। ঘটেছে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ। এই আবহে বদলি হলেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। শনিবার ১ ফেব্রুয়ারি বদলির নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। তাকে পাঠানো হলো রাজ্য পুলিশের ডিআইজি(ট্রাফিক) পদে। তাঁর জায়গায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিতে চলেছেন অজয় ঠাকুর। তিনি একসময় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। যদিও প্রশাসনের দাবি এটি রুটিন বদলি।

