দেশ

Flying Taxi | এবার আকাশপথে চলবে ঝাঁ চকচকে ট্যাক্সি! সৌজন্যে বেঙ্গালুরুর সরলা অ্যাভিয়েশন

Flying Taxi | এবার আকাশপথে চলবে ঝাঁ চকচকে ট্যাক্সি! সৌজন্যে বেঙ্গালুরুর সরলা অ্যাভিয়েশন
Key Highlights

কোনও টেসলার মতো সংস্থা নয়, ভারতেই তৈরি হচ্ছে সেই উড়ন্ত ট্যাক্সি। বেঙ্গালুরুর সংস্থা সরলা অ্যাভিয়েশন ওই ফ্লাইং ট্যাক্সি তৈরি করে ফেলেছে।

২০৩০ সালে কলকাতার রাস্তায় উড়বে ট্যাক্সি! এবার 'উড়ন্ত' ট্যাক্সি তৈরী করলো বেঙ্গালুরুর সংস্থা সরলা অ্যাভিয়েশন। ইতিমধ্যেই হালকা নীলরঙা এই ট্যাক্সির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। পরিবেশবান্ধব এই ট্যাক্সিতে ৬ জনের বসার জায়গা রয়েছে। রয়েছে আরামদায়ক সিট এবং সিটবেল্টও। ট্যাক্সির রেঞ্জ ১৬০ কিলোমিটার। গতিবেগ ২৫০ কিমি/ঘণ্টা। ৪০০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়ানক্ষমতা যুক্ত এই ট্যাক্সির দুদিকে রয়েছে মোট ৪ টি ব্যাটারি। একদিকের ব্যাটারিতে সমস্যা হলে, অন্যগুলি কাজ করা শুরু করবে। এবার আপনিও 'উড়ে' যাবেন অফিসে।