Mecca Madina | মক্কা ও মদিনায় বন্যা পরিস্থিতি! প্রবল বৃষ্টির জেরে জলের তলায় সৌদি আরবের একাধিক এলাকা
Wednesday, January 8 2025, 1:05 pm
Key Highlightsইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। বহু অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
প্রবল বর্ষার জেরে বন্যা পরিস্থিতি মক্কা মদিনায়! জেড্ডা শহরের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। বহু অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতাও। সকলকে ঘরে থাকতে বলা হয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আবহাওয়া এরকমই প্রতিকূল থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টি চললে কী পরিস্থিতি দাঁড়াবে তা ভেবে উদ্বিগ্ন প্রশাসন।
- Related topics -
- আন্তর্জাতিক
- সৌদি আরব
- বৃষ্টিপাত
- বন্যা
- আবহাওয়া
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর

