Flight Delay | ফের বিমান বিভ্রাট! কুয়াশা আর দূষণের জেরে দিল্লি বাতিল প্রায় ১০০টি বিমান, বেল্ট সমস্যায় কলকাতা

ঘন ধোঁয়াশা আর দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় রবিবার ফের ওলটপালট হয়ে গিয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সূচি।
এ দিন সকাল থেকেই কুয়াশার চাদরে আটকা পরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ঘন ধোঁয়াশা আর দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় অন্তত ৯৭টি উড়ান বাতিল হয়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’ এর তথ্য অনুযায়ী, এদিন ২০০টিরও বেশি বিমান দেরিতে ছেড়েছে। জম্মু ও দিল্লির খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগরগামী আরও দু’টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, এদিন হঠাৎই কলকাতা বিমানবন্দরের সি পোর্টালের কনভেয়ার বেল্ট সিস্টেমে সমস্যা দেখা দেয়। ফলে বন্দরকর্মীদের হাতে করে মাল বইতে হয়।
