আন্তর্জাতিক

বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা নেপাল ও ভুটানে, বন্যার কোপে মৃত ১০, নিখোঁজ ৭জন

বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা নেপাল ও ভুটানে, বন্যার কোপে মৃত ১০, নিখোঁজ ৭জন
Key Highlights

গত কয়েকদিন ধরেই ব্যাপক বৃষ্টির জেরে দুই প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানে ভয়াবহ বন্যা। বুধবার এই বন্যার কোপে ভুটানে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আহত হয়েছেন আরও প্রায় পাঁচজন। অন্যদিকে নেপালে কমপক্ষে সাত জন এখনও পর্যন্ত নিখোঁজ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভুটানের একটি পর্বত চূড়ায়। ওই স্থানে ভুটানি গ্রামবাসীরা কর্ডিএসিপস ছত্রাক সংগ্রহ করছিল। আচমকাই আসা জলস্রোতের ধাক্কায় মৃত্যু হয় ১০ জনের। এই ঘটনায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং শোকপ্রকাশ করেছেন।