Train Derailed | মালদায় লাইনচ্যুত মালগাড়ির ৫টি বগি! এই নিয়ে ২ মাসে পরপর ৫টি রেল দুর্ঘটনা
Friday, August 9 2024, 7:28 am
Key Highlights
শুক্রবার সকালে এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে মালগাড়ির পাঁচটি বগি।
ফের লাইনচ্যুত মালগাড়ি। শুক্রবার সকালে এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে মালগাড়ির পাঁচটি বগি। ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই রেল দুর্ঘটনা নিয়ে ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা ঘটল।১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। গত ৩০ জুলাই হাওড়া-সিএসএমটি মেলচক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়।
- Related topics -
- ভারতীয় রেল
- ট্রেন দুর্ঘটনা
- ট্রেন লাইনচ্যুত
- উত্তরবঙ্গ
- উত্তরবঙ্গ সংবাদ
- মালদহ