স্বাস্থ্য

Monkeypox Clade 1 | ভারতে প্রথমবার মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেনে আক্রান্তের খোঁজ, আগেই সতর্ক করেছিল WHO

Monkeypox Clade 1 | ভারতে প্রথমবার মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেনে আক্রান্তের খোঁজ, আগেই সতর্ক করেছিল WHO
Key Highlights

কেরলের মালাপপুরম জেলার এক বছর আটত্রিশের ব্যক্তির দেহে এই ক্লাড ১ স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে

মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেন নিয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ভারতে প্রথমবার মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেনে আক্রান্তের খোঁজ মিললো। কেরলের মালাপপুরম জেলার এক বছর আটত্রিশের ব্যক্তির দেহে এই ক্লাড ১ স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। আক্রান্ত ব্যক্তি বর্তমানে স্থিতিশীল রয়েছেন। এর আগে দিল্লিতে বছর ছাব্বিশের এক যুবকের দেহে মাঙ্কিপক্সের হদিশ পাওয়া গিয়েছিল। তবে তাঁর দেহে মাঙ্কিপক্সের ক্লাড ২ স্ট্রেনের হদিশ পাওয়া যায়।