পরিবহন

উত্তরমেরুর ওপর দিয়ে এই প্রথম যাত্রা শুরু করল মহিলা-পরিচালিত ভারতীয় বিমান

উত্তরমেরুর ওপর দিয়ে এই প্রথম যাত্রা শুরু করল মহিলা-পরিচালিত ভারতীয় বিমান
Key Highlights

দীর্ঘতম বিমানপথ যার দৈর্ঘ্য ১৬০০০ কিলোমিটার। এই দীর্ঘ পথ অতিক্রম করতে বায়ুপথে এবার রওনা দিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই যে এয়ার ইন্ডিয়ার বিমান এর ক্যাপ্টেন থেকে শুরু করে সমস্ত পাইলটরাই মহিলা। এমন ঘটনা ভারতীয় ইতিহাসে এই প্রথম।সম্পূর্ণ মহিলা-পরিচালিত বিমানটি সানফ্রান্সিসকো থেকে উড়ান দেয় ৮ জানুয়ারী। শনিবার তার পৌঁছানোর কথা বেঙ্গালুরুতে। তারপরেই অপেক্ষার অবসান। তৈরি হবে এক নতুন রেকর্ড। বিমানটির কম্যান্ডিংয়ে রয়েছেন ক্যাপ্টেন জোয়া আগারওয়াল। ২০১৩ সালে আরও এক ইতিহাস তৈরি করেছিলেন তিনি। পৃথিবীর সবথেকে কমবয়সি পাইলট হিসাবে উড়িয়েছিলেন বোয়িং-৭৭৭। জোয়া ছাড়াও ককপিটে সহকারী পাইলট হিসাবে দায়িত্বে থাকবেন থানমাই পাপাগরি, আকাঙ্ক্ষা সোনেওয়াল, শিবানী মানহাস।