AC Local | শুরু হলো শিয়ালদহ শাখার প্রথম এসি লোকাল ট্রেনের যাত্রা! স্টেশনে দেখা গেলো উপচে পড়া ভিড়!
Monday, August 11 2025, 10:33 am

আজ, সোমবার থেকেই শুরু হলো শিয়ালদহ শাখার প্রথম এসি লোকাল ট্রেনের যাত্রা।
আজ, সোমবার থেকেই শুরু হলো শিয়ালদহ শাখার প্রথম এসি লোকাল ট্রেনের যাত্রা। সকাল ৮টা ২৯মিনিটে ছাড়ল এই এসি লোকাল। বাদুরঝোলা ট্রেনের বদলে এই ট্রেন দেখে স্তম্ভিত সকল যাত্রীরা। সাদা নীল এই ট্রেন যাত্রীরা উঠলেই বন্ধ হয়ে যাচ্ছে দরজা। লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের কাছে এই ছবি একেবারে অন্যরকম। তাই সকালে এই ট্রেনকে ঘিরে উৎসাহ ছিল চোখের পড়ার মতো। রানাঘাট স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেনের ভাড়া ১২০ টাকা হলেও যাত্রীরা বলছেন, এই ভাড়া নিয়ে কোনও অসুবিধা নেই।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- শিয়ালদহ স্টেশন
- ট্রেন
- লোকাল ট্রেন