Train Fire | শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন, বৃষ্টির সন্ধ্যায় হুড়োহুড়ি যাত্রীদের

শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
বৃষ্টির সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ড থেকে রেহাই পেলেন লোকাল ট্রেনের যাত্রীরা। বুধবার সন্ধ্যায় যাত্রীসহ শিয়ালদহ লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন শিয়ালদহ থেকে লালগোলার দিকে যাচ্ছিল। মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙা স্টেশনের মাঝামাঝি আসতেই ট্রেনের মাথায় আচমকা বাজ পড়ে। ট্রেনের মাথায় আগুন লেগে যায়। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে আশেপাশে। সাথে সাথেই ট্রেন থামিয়ে দেওয়া হয়। এর জেরে ওই রুটে অন্য ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। উল্লেখ্য, ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় রেড এলার্ট জারি হয়েছে।