Fire at Saltlake Sector 5 | সল্টলেক সেক্টর ৫-এ আগুন! কারখানায় আগুন লাগার পর হয় বিস্ফোরণ! কালো ধোঁয়ায় ঢাকলো আকাশ!
Friday, May 2 2025, 11:04 am
Key Highlightsজানা গিয়েছে, ফিলিপ্স মোড়ের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে।
ফের শহর কলকাতায় অগ্নিকান্ড! দুদিন আগেই বড়বাজারের মেছুয়ার একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হয়েছে ১৪ জনের। এবার শুক্রবার দুপুরে অফিস পাড়া তথা সল্টলেকের সেক্টর ৫ এ আগুন লাগে। জানা গিয়েছে, ফিলিপ্স মোড়ের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। এরপর হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন আরও ছড়িয়ে পড়তে থাকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন, পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসুও। ঘটনাস্থলের আশেপাশে বেশ কিছু অফিস রয়েছে, যদিও দমকল কর্তারা দাবি করেছেন, আগুন ছড়িয়ে পড়ার আর তেমন আশঙ্কা নেই।
- Related topics -
- শহর কলকাতা
- সল্টলেক
- অগ্নিকান্ড
- দমকল
- দমকল মন্ত্রী

