Malda Medical College | মালদা মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে অগ্নিকান্ড! সিগারেটের থেকে লাগে আগুন?
Thursday, January 2 2025, 11:43 am
Key Highlightsহাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে এই আগুন লাগল সেই কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
মালদা মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে অগ্নিকান্ড! বৃহস্পতিবার ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তৎক্ষণাৎ সরানো হয় প্রসূতি ও সদ্যোজাতদের। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে এই আগুন লাগল সেই কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, সিগারেটের আগুন থেকে মাতৃমা বিভাগের সামনে বর্জ্যে আগুন লেগে থাকতে পারে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।আবার অনেকে মনে করছেন শর্টসার্কিটের জেরে আগুন লেগেছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মালদহ
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- অগ্নিকান্ড
- দমকল

