Hasnabad-Sealdah Local | হাসনাবাদ-শিয়ালদহ লোকালে আগুন! স্টেশনে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে লোকাল ট্রেন
Monday, January 27 2025, 6:03 am

সোমবার হাসনাবাদ শিয়ালদহ শাখার সন্ডালিয়া স্টেশনে এই ঘটনা ঘটেছে বলে খবর।
ট্রেনের কামরায় আগুন আতঙ্ক! সোমবার হাসনাবাদ শিয়ালদহ শাখার সন্ডালিয়া স্টেশনে এই ঘটনা ঘটেছে বলে খবর। এ দিন সকালে বেলিয়াঘাটা স্টেশন ছাড়তেই হাসনাবাদ শিয়ালদহ লোকালের মহিলা কামরায় আচমকাই ধোঁয়া দেখতে পান যাত্রীরা। চালকের প্রাথমিক অনুমান, যান্ত্রিক সমস্যার কারণেই এই আগুন লেগেছিল দু'টি কামরার মাঝে। প্রায় আধঘণ্টা ট্রেনটি ওই স্টেশনে দাঁড়িয়েছিল বলে খবর। তবে পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছিল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- শিয়ালদহ
- ট্রেন
- লোকাল ট্রেন