Train Fire | বিহারগামী ট্রেনে আগুন, পুড়ে ছাই গরিব রথ এক্সপ্রেসের গোটা কামরা! আতঙ্ক স্টেশনে

Saturday, October 18 2025, 6:47 am
highlightKey Highlights

বিহারগামী গরিব রথ এক্সপ্রেসে আগুন। দাউদাউ করে জ্বলছে একটি কামরা।


শনিবার সকালে অমৃতসর থেকে সাহারসা যাচ্ছিল গরিব রথ এক্সপ্রেস। সকাল সাড়ে ৭টা নাগাদ আম্বালা স্টেশন থেকে কিছুটা এগনোর পরেই পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনের কাছে আমচকাই ট্রেনের একটি কামরায় আগুন লেগে যায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী। X হ্যান্ডলে ইন্ডিয়ান রেলওয়ে বলেছে, ‘সকাল সাড়ে ৭টা নাগাদ অমৃতসর-সাহারসাগামী ট্রেনের একটি কামরা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের কোনও খবর নেই।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File