Khardah | ভোররাত থেকে জ্বলছে আগুন! খড়দহে বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই তিনটি কারখানার জিনিসপত্র!

খড়দহের রহড়া থানার অন্তর্গত ডাঙ্গাডিংলা এলাকায় শিল্প তালুকের ভিতরে প্লাস্টিকের গোডাউন সহ পার্শ্ববর্তী কারখানায় আগুন লাগে।
খড়দহে বিধ্বংসী অগ্নিকাণ্ড! জানা গিয়েছে, খড়দহের রহড়া থানার অন্তর্গত ডাঙ্গাডিংলা এলাকায় শিল্প তালুকের ভিতরে প্লাস্টিকের গোডাউন সহ পার্শ্ববর্তী কারখানায় আগুন লাগে। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে তিনটি কারখানায় জিনিসপত্র। তবে কোনও হতাহত হয়নি বলে পুলিশ সূত্রের খবর। কিন্তু সোমবার ভোররাতে এই আগুন লাগলেও এখনও পর্যন্ত এলাকায় আগুন জ্বলছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা খতিয়ে দেখছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- খড়দহ
- অগ্নিকান্ড
- দমকল