Lahore Airport | পাকিস্তানিদের দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার, এরই মাঝে লাহোরের বিমানবন্দরে আগুন!

শনিবার আগুন লেগে গেলো লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
পাকিস্তানের বিমানবন্দরে বিধ্বংসী আগুন! শনিবার আগুন লেগে গেলো লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা পাক সেনার এক বিমানের টায়ারে আগুন লেগেছে। দ্রুত সেখানে পৌঁছয় দমকলের ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডের জেরে রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। বাতিল হয়েছে সব উড়ানও। প্রসঙ্গত, পাহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এমনকি ভারতে থাকা পাকিস্তানিদেরও ফেরত যাওয়ার নির্দেশ জারি করেছে কেন্দ্র সরকার। এই আবহেই লাহোরের বিমানবন্দরে অগ্নিকাণ্ড।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- লাহোর
- অগ্নিকান্ড
- বিমান বন্দর
- বিমান
- বিমান পরিষেবা