Singer Shan । বড়দিনের প্রাক্কালে গায়ক শানের বাসভবনে আগুন! আহত ১, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

Tuesday, December 24 2024, 7:40 am
highlightKey Highlights

মঙ্গলবার ভোরে মুম্বইয়ে গায়ক শানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন।


মঙ্গলবার ভোরে গায়ক শানের বান্দ্রার অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর , রাত ১.৪৫ নাগাদ বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টের ৭ তলায় আগুন লাগে। আগুন লাগায় ঘটনাস্থলে আটক পড়েন আবাসনের অনেকেই। ধোঁয়ার ফলে ৮০ বছরের এক বৃদ্ধার শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রসঙ্গত, ওই অ্যাপার্টমেন্টের ১১ তলায় থাকেন শান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File