Los Angeles Fire Breakout । আগুন লেগেছে আমেরিকার লস অ্যাঞ্জেলাসে, ঘরছাড়া বহু সেলেব সহ ৩০ হাজার
একটি নয়, একাধিক দাবানলের দানবীয় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলাসে।
শক্তিশালী স্যান্টা অ্যানা বায়ুর প্রভাবে দাবানল লেগেছে আমেরিকার অন্যতম অভিজাত এলাকা লস অ্যাঞ্জেলাসে। বাড়িঘর, গাড়িগুলির ইঞ্জিন, হেডলাইটে দাউ দাউ করে ছড়াচ্ছে আগুন। রাতারাতি বাড়ি ছেড়ে পালিয়েছেন বহু হলিউড সেলেব্রিটি বাসিন্দা। প্রশাসনের তরফ থেকে এলাকার ৩০ হাজার বাড়ির বাসিন্দাদের ঘর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্যালিস্যাডস চার্টার স্কুলের ভবন। রিয়েলিটি টিভি তারকা হাইডি মন্টাগ এবং তাঁর স্বামী স্পেন্সার প্র্যাট আগুনে তাদের বাড়ি অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ভিডিয়ো বন্দি করেছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- অগ্নিকান্ড
- আমেরিকা
- লস এঞ্জেলস
- দাবানল