Bolepur Multi Storey Building | বোলপুরে বহুতলে দাউ দাউ করে জ্বলছে আগুন, মৃত কমপক্ষে ২, আহত ৫, চলছে উদ্ধারকার্য

Monday, February 10 2025, 5:32 pm
Bolepur Multi Storey Building | বোলপুরে বহুতলে দাউ দাউ করে জ্বলছে আগুন, মৃত কমপক্ষে ২, আহত ৫, চলছে উদ্ধারকার্য
highlightKey Highlights

বোলপুরের বহুতলে বিধ্বংসী আগুন। ঝলসে মৃত কমপক্ষে ২। আহত অন্তত পাঁচ। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।


সোমবার রাত ৮.৩০ নাগাদ বোলপুরে এক মাল্টি স্টোরড বিল্ডিং এ আগুন লেগেছে। বোলপুরের বাঁধগোড়ার এই বহুতল এর নাম সাঁঝবাতি। এই আবাসনের দু’তলায় আগুন লেগেছে। মুহূর্তে আবাসনে ছড়িয়ে পড়েছে আগুন। আগুনে ঝলসে প্রাণ হারিয়েছে স্বপন নন্দী ও অঞ্জু নন্দী নামক ২ জন। আহত দুই শিশু সহ ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এখনও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবাসনের এসিতে বিস্ফোরণের জেরে আগুন লেগেছে আবাসনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File