Bolepur Multi Storey Building | বোলপুরে বহুতলে দাউ দাউ করে জ্বলছে আগুন, মৃত কমপক্ষে ২, আহত ৫, চলছে উদ্ধারকার্য

Monday, February 10 2025, 5:32 pm
highlightKey Highlights

বোলপুরের বহুতলে বিধ্বংসী আগুন। ঝলসে মৃত কমপক্ষে ২। আহত অন্তত পাঁচ। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।


সোমবার রাত ৮.৩০ নাগাদ বোলপুরে এক মাল্টি স্টোরড বিল্ডিং এ আগুন লেগেছে। বোলপুরের বাঁধগোড়ার এই বহুতল এর নাম সাঁঝবাতি। এই আবাসনের দু’তলায় আগুন লেগেছে। মুহূর্তে আবাসনে ছড়িয়ে পড়েছে আগুন। আগুনে ঝলসে প্রাণ হারিয়েছে স্বপন নন্দী ও অঞ্জু নন্দী নামক ২ জন। আহত দুই শিশু সহ ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এখনও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবাসনের এসিতে বিস্ফোরণের জেরে আগুন লেগেছে আবাসনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File