Ballygunge School Fire | বালিগঞ্জের ইংরেজি মাধ্যম স্কুলে অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন!
Tuesday, February 11 2025, 9:37 am
![highlight](/img/target.png)
মঙ্গলবার বালিগঞ্জের ৬ নম্বর পাম অ্যাভিনিউের অশোক হল গার্লস স্কুলে আগুন লাগে।
কলকাতার নামি ইংরেজি মাধ্যম স্কুলে অগ্নিকান্ড! মঙ্গলবার বালিগঞ্জের ৬ নম্বর পাম অ্যাভিনিউের অশোক হল গার্লস স্কুলে আগুন লাগে। জানা গিয়েছে, ওই বিদ্যালয়ের তিন তলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। ধোঁয়ায় ঢাকে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন কর্মীরা। মেরামতির কাজের জন্য স্কুল বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। দমকলকর্মীদের অনুমান, শট সার্কিট এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
- Related topics -
- শহর কলকাতা
- স্কুল
- অগ্নিকান্ড
- দমকল