Fire Breakout । শহরে ফের অগ্নিকান্ড ! রিষড়ার ওয়েলিংটন জুট মিলে লাগলো আগুন

Friday, November 22 2024, 5:25 am
Fire Breakout । শহরে ফের অগ্নিকান্ড ! রিষড়ার ওয়েলিংটন জুট মিলে লাগলো আগুন
highlightKey Highlights

বৃহস্পতিবার রাত ০৮:৩০ নাগাদ রিষড়ার ওয়েলিংটন জুট মিলের সুতোঘরে আগুন লাগে। এদিন মিল বন্ধ থাকায় কেউ আহত হয়নি।


বৃহস্পতিবার রাত ০৮:৩০ নাগাদ রিষড়ার ওয়েলিংটন জুট মিলের চাঁপদানী ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিটের সুতোঘরে হঠাৎ আগুন লাগে। ওই ঘরে কাঁচা পাট থেকে তৈরি সুতোর গোলা রাখা ছিল। তাতেই আগুন লেগে জ্বলতে থাকে গোটা ঘর। এদিন মিল বন্ধ থাকায় কেউ আহত হয়নি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। জানা গিয়েছে, মিলে ১২০০ শ্রমিক কাজ করেন। যে ইউনিটে আগুন লেগেছে সেখানেই কাজ করেন ৪০০ জন। মিলে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জলটুকুও নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File