Howrah Burn Standard | পূর্ব রেলের হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় আগুন! নেপথ্যে দুর্ঘটনা? নাকি ষড়যন্ত্র?
ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে
সোমবার সন্ধ্যায় হঠাৎই পূর্ব রেলের হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় লাগল আগুন! ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে কীভাবে আগুন লাগলো তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ এই বার্ন স্ট্যান্ডার্ড কারখানাটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে এর একটি বড় অংশ পরিত্যক্ত হয়ে রয়েছে। তবে এদিন পরিত্যক্ত গুদাম থেকে গ্যাস কাটার দিয়ে লোহা কাটার কাজ চলছিল বলে খবর। সেক্ষেত্রে কেনই বা আচমকা কারখানায় আগুন লাগল সেই প্রশ্ন অনেকের।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাওড়া জেলা
- অগ্নিকান্ড