বিনোদন

Saif Ali Khan Attack | মেলেনি আঙুলের ছাপ! সইফের বাড়ি থেকে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিল নেই ধৃত অভিযুক্ত শরিফুলের!

Saif Ali Khan Attack | মেলেনি আঙুলের ছাপ! সইফের বাড়ি থেকে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিল নেই ধৃত অভিযুক্ত শরিফুলের!
Key Highlights

সূত্রে খবর, গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সইফের বান্দ্রার বাড়িতে হামলার পর ১৯টি আঙুলের ছাপ পেয়েছিল মুম্বই পুলিশ। জানা যাচ্ছে সেই আঙুলের ছাপের সঙ্গে মিল নেই ধৃত অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহবাজ়ের আঙুলের ছাপের।

সইফ আলী খানকে হামলা করেননি ধৃত অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহবাজ়? সূত্রে খবর, গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সইফের বান্দ্রার বাড়িতে হামলার পর ১৯টি আঙুলের ছাপ পেয়েছিল মুম্বই পুলিশ। জানা যাচ্ছে সেই আঙুলের ছাপের সঙ্গে মিল নেই ধৃত অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহবাজ়ের আঙুলের ছাপের। CID সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, তাদের বিশেষজ্ঞ টিমের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে নতুন করে বান্দ্রার বাড়ি থেকে পাওয়া সমস্ত ফিঙ্গারপ্রিন্টগুলি CIDর ল্যাবে পাঠিয়েছে মুম্বই পুলিশ।