রাজ্যরাজ্যের ভাঁড়ারে টান! তবে কি এবার কেন্দ্রীয় প্রকল্পে ঝুঁকছে নবান্ন?
রাজ্য প্রশাসনিক সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সচিত্র প্রচারে বিজেপি ফায়দা লুটতে পারে বলেই আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রের বিভিন্ন কল্যাণ প্রকল্প রূপায়ণে তৃণমূল সরকারের অনীহা ছিল। রাজ্যের বক্তব্য, কেন্দ্রের প্রকল্পের সমপ্রকল্প যদি রাজ্যেই থাকে, তবে রাজ্যে কেন্দ্রের প্রকল্পের দরকার নেই। কিন্তু তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরে ‘দুয়ারে সরকার’-এর মতো কর্মসূচি, লক্ষ্মীর ভান্ডারের মতো কল্যাণ প্রকল্প চালু করে রাজ্য সরকার বর্তমানে প্রচণ্ড আর্থিক চাপে পড়ে গিয়েছে। সেই কারণেই কোথা থেকে কী ভাবে কেন্দ্রীয় অর্থ পাওয়া যায়, চলতি পরিস্থিতিতে তা খোঁজখবর করা অত্যন্ত প্রাসঙ্গিক।