Zerodha | জেরোধার সঙ্গে ২.৭৫ কোটি টাকার আর্থিক প্রতারণা! জাল ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে জালিয়াতি
জাল ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণা করা হয়েছে।
২.৭৫ কোটি টাকার আর্থিক প্রতারণা করা হয়েছে জেরোধা লিমিটেডের সঙ্গে! জাল ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণা করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলাও করেছে সিআইডি। জেরোধার তরফে জানানো হয়েছে, ২০১৮ সালে কিষাণ প্রথমে জেরোধায় গ্রাহক হিসেবে যোগ দেন। তারপর ২০২০ সালে স্টক ব্রোকার হন।এই সময়ের মধ্যে, তিনি প্রায় ৪৩২টি অ্যাকাউন্ট খুলে সেখান থেকে তিনি ৫৫ লক্ষ টাকা কমিশনও পেয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, এই ব্যক্তির খোলা সব অ্যাকাউন্টই নাকি ভুয়ো।
- Related topics -
- বাণিজ্য
- অর্থনীতি
- ব্যবসা বাণিজ্য
- আর্থিক প্রতারণা
- প্রতারণা