Financial Changes | ১লা এপ্রিল থেকে পরিবর্তন ফিনান্সিয়াল সেক্টরের একাধিক ক্ষেত্রে!

Tuesday, April 1 2025, 7:47 am
highlightKey Highlights

১লা এপ্রিল থেকে শুরু হলো নতুন অর্থবর্ষ। আর সেই সঙ্গে ফিনান্সিয়াল সেক্টরে বেশ কিছু নিয়মে পরিবর্তন আসছে।


১লা এপ্রিল থেকে শুরু হলো নতুন অর্থবর্ষ। আর সেই সঙ্গে ফিনান্সিয়াল সেক্টরে বেশ কিছু নিয়মে পরিবর্তন আসছে। যেমন, ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে ১২ লক্ষ টাকা রোজগার পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না চাকুরিজীবীদের। গত ১২ মাস ধরে অব্যবহৃত UPI নম্বর ডিঅ্যাক্টিভেট হবে। আধারের সঙ্গে প্যান সংযুক্ত না করা থাকে তাহলে কোনও ডিভিডেন্ড পাওয়া যাবে না। SBI, PNB এবং কানাড়া ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বজায় রাখতে হবে গ্রাহকদের। ATM থেকে ফ্রিতে টাকা তোলার সর্বোচ্চ সীমাতেও পরিবর্তন আসবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File