বাতিল হবে পুরনো গাড়ি, বায়ু দূষণ রুখতে বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী সীতারামানের

Monday, February 1 2021, 11:05 am
highlightKey Highlights

'ভলান্টারি ভেহিক্যাল স্ক্রেপিং পলিসি' অর্থাৎ স্বেচ্ছায় যান বাতিল নীতি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাস্তায় বাতিল হতে চলেছে পুরনো গাড়ি। তাঁর মতে, 'যেসব গাড়ি পুরনো ও যাতায়াতের জন্য অনুপযোগী, সেই গাড়িগুলোকে বাতিল করতে আমরা ভলেন্টারি ভেহিক্যাল স্ক্র্যাপিং পলিসি ঘোষণা করছি। এর ফলে একদিকে যেমন পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানো হবে, তেমনই বায়ুদূষণ ও জ্বালানি আমদানি কমবে'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File