নির্বাচন কমিশনের ছাড়পত্র পেতেই পুজোয় ক্লাবগুলির জন্য ২০১ কোটি টাকা মঞ্জুর রাজ্যের
Tuesday, October 5 2021, 11:12 am

২০২০ সালে অর্থাৎ করোনা সংক্রমণের প্রথম বছর রাজ্য সরকার ক্লাব এবং পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া শুরু করেছিল। চলতি বছরে রাজ্যের ৪০ হাজার ৩৮২টি পুজো কমিটিকে দেওয়ার জন্য পুলিশ ডিরেক্টরেটকে ২০১ কোটিরও বেশি টাকা মঞ্জুর করেছে অর্থ দফতর। নির্বাচন কমিশনের ছাড়পত্র পেতেই দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। এই টাকায় মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস-সহ করোনা প্রতিহত করতে বিভিন্ন জিনিসপত্র কেনা যাবে। পাশাপাশি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পে জোর দিতেও বলা হয়েছে ক্লাবগুলিকে।
- Related topics -
- রাজ্য
- দুর্গাপুজো
- মমতা ব্যানার্জী
- করোনা পরিস্থিতি