Bally Bridge | অবশেষে ১০০ ঘন্টা পর ফের বালি ব্রিজে শুরু হলো যান চলাচল! স্বাভাবিক ট্রেন চলাচলও
Monday, January 27 2025, 6:33 am
Key Highlightsসংস্কার এবং সিসিআর ব্রিজে রেললাইন মেরামতির কাজের জন্য গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বালি ব্রিজে ট্রেন চলাচল বন্ধ ছিল।
অবশেষে ১০০ ঘন্টা পর ফের বালি ব্রিজে শুরু হলো যান চলাচল। একদিকে হাওড়া হুগলির সংযোগস্থল, অন্যদিকে দক্ষিণেশ্বর, বরাহনগর হয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগণার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই বালি ব্রিজই। তবে সংস্কার এবং সিসিআর ব্রিজে রেললাইন মেরামতির কাজের জন্য গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বালি ব্রিজে ট্রেন চলাচল বন্ধ ছিল। পাশাপাশি যান চলাচলের ক্ষত্রীয় ছিল বিধিনিষেধ। অবশেষে আজ সোমবার থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে বালি ব্রিজে যান চলাচলও একেবারে স্বাভাবিক।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- যানবাহন
- ট্রেন

