বিনোদন

চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন, প্রয়াত বর্ষীয়ান কবি-পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন, প্রয়াত বর্ষীয়ান কবি-পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
Key Highlights

কবি-পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বৃহস্পতিবার সকাল ৬টায় তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারসূত্রে খবর, তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এবং ডায়ালিসিসও চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র 'The Continent of Love' দিয়ে নিজের চলচ্চিত্র কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তাঁর পরিচালিত ৫টি ছবি - বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ শ্ৰেষ্ঠ পুরস্কার পেয়েছিল। তিনি পরিচালক হিসেবে দু'বার জাতীয় পুরস্কার এবং বিদেশে একাধিক পুরস্কার পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র মহলের সকলে গভীর শোকাহত।