স্বজনপোষণ ও প্রতিভার কদর দুই-ই আছে ইন্ডাস্ট্রিতে, বললেন কুনাল রায় কাপূর।

Thursday, December 24 2020, 5:52 am
স্বজনপোষণ ও প্রতিভার কদর দুই-ই আছে ইন্ডাস্ট্রিতে, বললেন কুনাল রায় কাপূর।
highlightKey Highlights

'স্বজনপোষণ' বা 'নেপোটিজম' নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। বলিউডে নাকি ষ্টারকিডদেরই বেশি কদর? এবার এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন অভিনেতা কুনাল রায় কাপূর। আগামিকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে কুণালের নতুন সিরিজ় ‘স্যান্ডউইচড ফরএভার’। রোহন সিপ্পি পরিচালিত এই সিরিজ়ে রয়েছেন অহনা কুমরা, অতুল কুলকার্নি প্রমুখ। ইন্ডাস্ট্রিতে কি তবে স্বজনপোষণ রয়েছে? এই প্রসঙ্গে অভিনেতা বলেন, "নিশ্চয়ই আছে। তা নিয়ে দ্বিমত নেই। কিন্তু এটা বলিউডের নিজস্ব সমস্যা নয়। গোটা দেশে এই ধারা রয়েছে। রাজনীতি, কর্পোরেট, যে কোনও ক্ষেত্রের কথা বলুন, সেখানেই স্বজনপোষণ বহাল। কিন্তু সিনেমার পেশায় ভাগ্যেরও ভূমিকা থাকে। প্রতিভা থাকলে আর ভাগ্য সহায় হলে তার মূল্য দেওয়া হয়।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File