FIFA World Cup | বিশ্বকাপের ১৮৮ দিন আগে ঘোষিত হলো মেগা আসরের গ্রুপ বিন্যাস! সহজ গ্রুপে মেসির আর্জেন্টিনা

Saturday, December 6 2025, 4:32 am
highlightKey Highlights

আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান।


আগামী বছর ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। গতকাল আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে চূড়ান্ত হল বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। আসুন, দেখে নিই গ্রুপ বিন্যাসের পূর্ণাঙ্গ তালিকা। গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, প্লে অফ ‘ডি’ জয়ী। গ্রুপ ‘বি’: কানাডা, প্লে-অফ ‘বি’ জয়ী, কাতার, সুইজারল্যান্ড। গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। গ্রুপ ‘ডি’: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে অফ ‘সি’ জয়ী। গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, প্লে অফ ‘বি’ জয়ী, তিউনিশিয়া। গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ ‘এইচ’: স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে। গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, প্লে অফ ২ জয়ী, নরওয়ে। গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন। গ্রুপ ‘কে’: পর্তুগাল, প্লে অফ ১ জয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া। গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File