MS Dhoni | 'থালা'কে জন্মদিনের শুভেচ্ছা রোনাল্ডো-বেকহ্যামদের! ধোনির ৪৪তম জন্মদিনে অভিনব উদ্যোগ FIFAর!
Monday, July 7 2025, 11:37 am

কেবল ভারত নয়, তাঁর জনপ্রিয়তা জগৎখ্যাত। আজ, মহেন্দ্র সিং ধোনির ৪৪তম জন্মদিন।
কেবল ভারত নয়, তাঁর জনপ্রিয়তা জগৎখ্যাত। আজ, মহেন্দ্র সিং ধোনির ৪৪তম জন্মদিন। মাহিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত গোটা ক্রিকেটদুনিয়া। তবে কেবল ক্রিকেট জগৎই নয়, প্রাক্তন ভারত অধিনায়ককে জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানালো ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, সাত নম্বর জার্সি পরা তিন বিখ্যাত ফুটবলারকে, রোনাল্ডো, বেকহ্যাম এবং সন হিউং মিনকে। তাঁদের জার্সির নম্বরের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ‘বার্থডে বয়’ ধোনিকে। চিরাচরিত ‘হ্যাপি বার্থডে’ না বলে ফিফার বার্তা, ‘হ্যাপি থালা ডে’।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ফুটবল
- মহেন্দ্র সিংহ ধোনি
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো
- ফিফা