R G Kar | অপরাধের কয়েক ঘণ্টা আগে 'তিলোত্তমা'কে 'নজরে' রেখেছিলো ধৃত সঞ্জয়! অপরাধের সময় সেমিনার রুমের বাইরে পাহারা দিচ্ছিলো কেউ?
Friday, August 23 2024, 7:08 am
Key Highlightsআরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই আধিকারিকদের হাতে এলো সিসিটিভি ফুটেজ।
আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই আধিকারিকদের হাতে এলো সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে,অপরাধের কয়েক ঘণ্টা আগে 'তিলোত্তমা'কে খুব কাছ থেকে নজর রাখছিল অভিযুক্ত সিভিক ভলন্টিয়র সঞ্জয় রায়। এছাড়াও জানা গিয়েছে, সেমিনার রুমের ছিটকিনি ভাঙা ছিল। এই পরিস্থিতিতে কীভাবে প্রায় আধঘণ্টা ধরে তরুণী চিকিৎসকের উপর অভিযুক্ত সঞ্জয় রায় নারকীয় নির্যাতন চালাল, তা নিয়ে প্রশ্ন সিবিআইয়ের। সেই ক্ষেত্রে সেমিনার হলের বাইরে কেউ পাহারা দিচ্ছিল কি না, সেই তথ্য জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে সিবিআই।
- Related topics -
- আর জি কর কান্ড
- ক্রাইম
- শহর কলকাতা
- ধর্ষণ
- খুন
- সিবিআই

