দেশ

SSC | কারা দেখবেন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা? কারাই বা নেবেন ক্লাস? ২৬ হাজারের চাকরি বাতিলে আশঙ্কার মেঘ শিক্ষা মহলে!

SSC | কারা দেখবেন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা? কারাই বা নেবেন ক্লাস? ২৬ হাজারের চাকরি বাতিলে আশঙ্কার মেঘ শিক্ষা মহলে!
Key Highlights

যেমন কর্মীহীন হলেন প্রায় ২৬ হাজার, তেমনই আশঙ্কা মেঘ ঘনিয়ে এলো বাংলার শিক্ষা মহলে।

SSCর ২০১৬র গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে যেমন কর্মীহীন হলেন প্রায় ২৬ হাজার, তেমনই আশঙ্কা মেঘ ঘনিয়ে এলো বাংলার শিক্ষা মহলে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ হয় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে। এর মধ্যে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি গিয়েছে। এর ফলে এখন প্রশ্ন উঠছে, সদ্য শেষ হওয়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরীক্ষার খাতা দেখা সময়ের মধ্যে কীভাবে শেষ হবে? কারাই বা স্কুলে ক্লাস নেবেন। কোনও স্কুলে ২ জন, কোনও স্কুলে ৮ জন আবার কোনও স্কুলের একধাক্কায় ৩৬ জনের চাকরি ‘নট’ হয়েছে।