আবারো সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারত! হাই অ্যালার্টে সেনা,ভয়ে কাঁপছে পাকিস্তান।
Thursday, December 10 2020, 3:51 pm
Key Highlightsভারতীয় সেনা যে কোনও মুহূর্তে আক্রমণ করতে পারে। সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্কে কাঁপছে পাকিস্তান। পাক সংবাদমাধ্যমের দাবি, দেশের সমস্যা থেকে নজর ঘোরাতে ভারত এই স্ট্রাইক করতে পারে। পাক সংবাদপত্র ডন দাবি করেছে, ভারত এখন কৃষক আন্দোলন সহ নানা সঙ্কটে উত্তাল। এই পরিস্থিতিতে ফলস ফ্ল্যাগ অপারেশন করে বিশ্বের নজর সে সব থেকে ঘোরাতে চাইছে তারা, যাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যম তাদের সমালোচনা করা বন্ধ করে।যদিও পাক সংবাদপত্রের এই দাবি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে। ১১ তারিখ ইসলামাবাদে নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই একটি সমাবেশের আয়োজন করেছে।
- Related topics -
- প্রতিরক্ষা
- ভারত
- ভারতীয় সেনা
- পাকিস্তান
- পাক-সেনা

