অর্থনৈতিক

FDI | গত ২৪ বছরে FDIতে বিনিয়োগ পেরোলো ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক! আরও তথ্য দিলো DPIIT

FDI | গত ২৪ বছরে FDIতে বিনিয়োগ পেরোলো ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক! আরও তথ্য দিলো DPIIT
Key Highlights

তথ্য অনুযায়ী, ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক পেরিয়ে গিয়েছে।

ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অর্থাৎ FDI ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তথ্য অনুযায়ী, ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক পেরিয়ে গিয়েছে। DPIITর রিপোর্ট বলছে, প্রায় সাড়ে ২৪ বছরে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ১০৩৩.৪০ বিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে সবথেকে বেশি আসে মরিশাস থেকে (প্রায় ২৫ শতাংশ)। FDIতে বেশিরভাগ বিনিয়োগ আসে পরিষেবা বিভাগ, কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়ার, টেলিকমিউনিকেশন, নির্মাণক্ষেত্র, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে।