US-China | ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিশ্লেষক অ্যাশলি টেলিসকে আমেরিকার ‘টপ সিক্রেট’ নথিপত্র পাচারের জন্যে গ্রেপ্তার FBI-র

Wednesday, October 15 2025, 5:05 am
highlightKey Highlights

অ্যাশলি নিয়মিত চিনা সরকারের কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন বলেও অভিযোগ।


অ্যাশলি টেলিস ওয়াশিংটন, নিউদিল্লি ও বেজিংয়ের পারস্পরিক সম্পর্ক এবং কূটনীতির বিশেষজ্ঞ। মঙ্গলবার তাদের আমেরিকার ‘টপ সিক্রেট’ নথিপত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার করলো FBI। জানা গিয়েছে, অ্যাশলির ভিয়েনা এবং ভার্জিনিয়া বাড়ি তল্লাশি করে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথিপত্র উদ্ধার হয়েছে। অভিযোগ, ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় চিনা সরকারের কর্তাদের সঙ্গে বৈঠক করে নথিপত্র পাচার করেন সে। উল্লেখ্য, অ্যাশলি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর জন্ম মুম্বইতে। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হন। PhD করেন শিকাগো থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File