দেশ

কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট

কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট
Key Highlights

কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। প্রায় দেড় মাস পরেও আন্দোলন নিয়ে কোনও সমাধানসূত্র না বেরনোয় কৃষি আইনের বিরুদ্ধে সব মামলা শুনতে রাজি হল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩টি কৃষি আইনের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি হবে। শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১১ জানুয়ারি। প্রায় দেড় মাস ধরে দিল্লির সিঙ্ঘু, টিকরি-সহ একাধিক সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন পঞ্জাব-হরিয়ানার কৃষকরা। সরকারের সঙ্গে ৭ দফা আলোচনার পরেও কোনও সমাধানসূত্র বের হয়নি। আন্দলোকারী কৃষকদের একটাই দাবি, ৩টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কিন্তু সরকার পক্ষ তা মানতে নারাজ।